Logo

জাতীয়

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ সোমবার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৯:২২

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ সোমবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটকেন্দ্রের তালিকা নিয়ে আসা দাবি-আপত্তি নিষ্পত্তির কাজ শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন চলছে চূড়ান্ত তালিকাভুক্তির শেষ ধাপের কাজ। সবকিছু ঠিক থাকলে সোমবার (২০ অক্টোবর) প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা।

রোববার (১৯ অক্টোবর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সূত্রে জানা যায়, সংসদ নির্বাচনের জন্য ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি ভোটকক্ষ থাকবে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয় দাবি-আপত্তি জানানোর জন্য। মাঠ পর্যায়ে এসব দাবি-আপত্তি নিষ্পত্তি করা হয় ১২ অক্টোবর পর্যন্ত। বর্তমানে চূড়ান্ত তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার লক্ষ্যে সব প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে।

এসআইবি/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর