শিক্ষা ভবন অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভূখা মিছিল’ আজ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১০:২৯

বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি পঞ্চম দিনে গড়িয়েছে।
আন্দোলনের অংশ হিসেবে রোববার (১৯ অক্টোবর) রাজধানীর শিক্ষা ভবন অভিমুখে ‘ভূখা মিছিল’ করবেন শিক্ষকরা। প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে তারা হাতে থাকবেন খালি থালা-বাটি।
শনিবার রাতে এ কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, ‘আমরা জাতির ভবিষ্যৎ গড়ে তুলছি, অথচ নিজেদের জীবনে নিরাপত্তা ও মর্যাদা নেই। এখন খালি থালা হাতে রাস্তায় নামা ছাড়া আমাদের উপায় নেই; এটি বঞ্চনার প্রতিবাদ।’
সরকার ইতিমধ্যেই ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
শিক্ষকদের আন্দোলন এখন রাজধানীর বাইরে বিভিন্ন জেলাতেও ছড়িয়ে পড়েছে। বিদ্যালয়ে উপস্থিত থাকলেও তারা শ্রেণিকক্ষে যাচ্ছেন না; বিদ্যালয়ের আঙিনা বা শিক্ষক লাউঞ্জে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এখনও শতাধিক শিক্ষক অবস্থান করছেন। কেউ ব্যানারের নিচে, কেউ চট বিছিয়ে রাত কাটাচ্ছেন।
এর আগে শিক্ষকরা রাজধানীর শাহবাগ মোড়ে তিন ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন এবং ‘মার্চ টু যমুনা’র ঘোষণা দেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
এনএমএম/এমবি