বিমানবন্দরে অগ্নিকাণ্ড, বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১১:১২

ছবি : বাংলাদেশের খবর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত টন আমদানি ও রপ্তানি পণ্য পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
তবে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কবির আহমেদ বলছেন, এ অগ্নিকাণ্ডে বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হতে পারে। যা টাকায় দাঁড়াবে প্রায় ১২ হাজার ২১৪ কোটি।
তিনি আরও জানান, কার্গো এক্সপ্রেস, ওয়্যারহাউজ, পণ্যবাহী বিমান ও বিমানবন্দরের অবকাঠামো কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। এর ফলে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত, তেমনি দেশের সামগ্রিক বাণিজ্য ব্যবস্থাও বড় ধাক্কা খাবে।
কার্গো ভিলেজে সাধারণত আমদানি ও রপ্তানির জন্য অপেক্ষমাণ পণ্য সংরক্ষিত থাকে। যার মধ্যে শাকসবজি, ফলমূল ও তৈরি পোশাকসহ নানা রপ্তানি পণ্য রয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এ অগ্নিকাণ্ডে শুধু পণ্য নয়, গুরুত্বপূর্ণ নথিপত্রও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরের নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত কার্যক্রম সীমিত রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
বাণিজ্য সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এ ঘটনায় দেশের রপ্তানি কার্যক্রমে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে। আন্তর্জাতিক ক্রেতাদের কাছে লিড টাইম সংকট দেখা দিতে পারে।
এনএমএম/এমবি