
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল ইসলাম জানান, বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, নৌ, বিমান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, র্যাব, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও সিআইডির প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সভায় নির্বাচনকালীন সময়ে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে-
• ভোটগ্রহণ কর্মকর্তা, ভোটকেন্দ্র ও সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কর্মপরিকল্পনা প্রণয়ন;
• আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে সমন্বয় ও সুসংহতকরণ;
• সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুসহ সবার নিরাপত্তা নিশ্চিতকরণ;
• অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ;
• কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধের কৌশল নির্ধারণ;
• বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা ও সহযোগিতা প্রদান;
• পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থাপনা;
• নির্বাচনকালীন সশস্ত্র বাহিনীর সহায়তা পরিকল্পনা;
• অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ;
• অঞ্চল, জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিতকরণ;
• পার্বত্য ও দুর্গম এলাকায় নির্বাচনি দ্রব্য পরিবহন ও ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য হেলিকপ্টার সহায়তা;
• গোয়েন্দা সংস্থার পরামর্শ অনুযায়ী শান্তিশৃঙ্খলা কার্যক্রম গ্রহণ;
• নির্বাচনী এলাকায় ড্রোন ব্যবহার নিষিদ্ধকরণ।
ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সংস্থা তাদের প্রস্তুতি, চ্যালেঞ্জ ও মাঠপর্যায়ে করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরবে। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
এসআইবি/এমবি