Logo

জাতীয়

ভোটের মাঠে থাকবে ১ লাখ সেনা ৬ লাখ আনসার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৪:২৯

ভোটের মাঠে থাকবে ১ লাখ সেনা ৬ লাখ আনসার

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে প্রায় এক লাখ সেনাসদস্য ও পাঁচ থেকে ছয় লাখ আনসার সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২০ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, ‘নির্বাচনে ৯০ হাজার থেকে এক লাখ সেনাবাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি পাঁচ লাখ থেকে ছয় লাখ আনসার সদস্যও মাঠে থাকবে। ইন্টেলিজেন্স শেয়ারিং হবে, সেটি সমন্বয় করেই কাজ করতে হবে। ড্রোন নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না, তবে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনে তা ব্যবহার করতে পারবে।’

তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেড় লাখ পুলিশ মাঠে থাকবে, আর আনসার বাহিনী থেকে সবচেয়ে বেশি জনবল আসবে। বডি ক্যামেরা ও ড্রোন ব্যবহারের প্রস্তুতিও নেওয়া হয়েছে। সব বাহিনীর জন্য প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো উদ্বেগ নেই জানিয়ে ইসি সচিব বলেন, ‘আমি কারও মধ্যে উদ্বেগ দেখিনি। সেনাবাহিনী ও আনসারসহ সব বাহিনী প্রস্তুত। দেশে নির্বাচন করার মতো পরিবেশ বিদ্যমান।’

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর