Logo

জাতীয়

শান্তিপূর্ণ ভোটের জন্য বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৭:৫৬

শান্তিপূর্ণ ভোটের জন্য বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত এবং ভোটগ্রহণকে শান্তিপূর্ণ করতে বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য প্রদান করেন।

এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘বিমানবন্দরে ই-গেট আগামী এক সপ্তাহের মধ্যে চালু করা হবে। যেসব যাত্রী ই-পাসপোর্টধারী, তারা পাসপোর্ট দেখিয়ে ই-গেট ব্যবহার করতে পারবেন।’

তিনি জানান, সভায় সাম্প্রতিক কিছু আগুনের দুর্ঘটনা এবং রেমিট্যান্স যোদ্ধাদের বিষয়েও আলোচনা হয়েছে। এবার থেকে রেমিট্যান্স যোদ্ধাদেরও সাধারণ নাগরিকের মতো পাসপোর্ট ফি দিতে হবে, যাতে সবার জন্য ফি সমান হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও উল্লেখ করেন, ‘প্রবাসীদের ই-পাসপোর্ট ডিসেম্বরে সম্পূর্ণ করা হবে। ইতোমধ্যে ই-গেট স্থাপন করা হয়েছে, এবং দুই-চার দিনের মধ্যে কার্যকর করা হবে।’

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর