Logo

জাতীয়

কুরিয়ার সেকশন থেকেই আগুনের সূত্রপাতের আশঙ্কা : বেবিচক চেয়ারম্যান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৩:৪৪

কুরিয়ার সেকশন থেকেই আগুনের সূত্রপাতের আশঙ্কা : বেবিচক চেয়ারম্যান

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। ছবি : বাংলাদেশের খবর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্ভবত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকেই হয়েছে— প্রাথমিকভাবে এমনটি ধারণা করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, আমরা এখনও শতভাগ নিশ্চিত নই। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, আগুনের সূত্রপাত কার্গো ভিলেজের ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে। বিষয়টি নিয়ে একাধিক সংস্থা তদন্ত করছে। তাদের প্রতিবেদন পেলে আগুনের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় আমাদের বেশ কিছু নথি ও পণ্যদ্রব্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে একটি বিশেষ দল। পাশাপাশি আগুনের সময় সাড়া দেওয়ার সক্ষমতা, নিরাপত্তা ব্যবস্থা ও সমন্বয় জোরদারের বিষয়েও পুনর্মূল্যায়ন চলছে।

এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি বিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টানা ২২ ঘণ্টা চেষ্টার পর ৩৭টি ফায়ার সার্ভিস ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে কোটি কোটি টাকার আমদানি পণ্য পুড়ে যায়। ক্ষতির মধ্যে তৈরি পোশাক শিল্পের রপ্তানি পণ্যের নমুনা ও আমদানি কাঁচামালও ছিল— যা দেশের রপ্তানি বাণিজ্যে সাময়িক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাহজালাল বিমানবন্দর অগ্নিকাণ্ড বেবিচক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর