Logo

জাতীয়

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৮:৩৮

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

১৪৪৭ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। দেশের কোথাও জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা তাৎক্ষণিকভাবে ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত টেলিফোন নম্বর ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ এ জানাতে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কেও তথ্য জানাতে বলা হয়েছে।

সভায় চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে, আর না দেখা গেলে শুক্রবার থেকে মাসটি শুরু হবে বলে জানা গেছে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর