Logo

জাতীয়

দুর্গম এলাকার ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১২:২৭

দুর্গম এলাকার ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে ইসি

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার দুর্গম ভোটকেন্দ্র চিহ্নিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সংস্থাটি। আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এর মধ্যে এসব কেন্দ্রের তালিকা ইসি সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।

ইসির এক কর্মকর্তা বলেন, `খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এখন যেসব কেন্দ্রে যাতায়াতে সমস্যা রয়েছে— যেমন রাস্তা ভাঙা, সংকীর্ণ বা যানবাহন প্রবেশে বাধা— সেসব কেন্দ্রের তালিকা তৈরি করতে বলা হয়েছে। নির্দেশনা ইতোমধ্যে মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে, যা বৃহস্পতিবারের মধ্যে চলে আসবে।'

২০ অক্টোবর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ না হওয়ার বিষয়ে তিনি জানান, `মাঠ পর্যায়ে অঞ্চলভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে, তবে কেন্দ্রীয়ভাবে তা এখনো হয়নি। শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।'

ইসি সচিব আখতার আহমেদ জানান, খসড়া তালিকা অনুযায়ী সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৬১৮টি। ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন ধরে গড়ে প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র রাখা হয়েছে। এতে পুরুষদের জন্য ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ও নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ১০৭টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে— মোট ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর কেন্দ্রের সংখ্যা কিছুটা বাড়তে বা কমতে পারে বলে জানান তিনি।

এদিকে, ২৩টি জেলার ৭৪টি উপজেলাকে দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভোলার চরফ্যাশন ও মনপুরা, বরগুনার বামনা ও পাথরঘাটা, খুলনার দাকোপ ও কয়রা, কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া, সুনামগঞ্জের দোয়ারাবাজার ও তাহিরপুর, কিশোরগঞ্জের ইটনা ও মিঠামইন, বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির সব উপজেলার পাশাপাশি অন্যান্য জেলার কিছু উপজেলা।

এসব এলাকায় ভোটকেন্দ্রে যাতায়াতে বিশেষ চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর