১১ দেশে ২০ হাজার প্রবাসী যুক্ত ভোটার তালিকায়
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৪
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ২০ হাজার ৬৭৬ জন বাংলাদেশি নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সর্বশেষ প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমের প্রতিবেদনে জানা গেছে, এখন পর্যন্ত ৬১ হাজার ১১৯টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে দূতাবাসে বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে ৩৫ হাজার ৪৯০ জনের। তদন্ত শেষে অনুমোদন পেয়েছেন ২৫ হাজার ৭১১ জন। তদন্ত শেষ না হওয়ায় অপেক্ষায় রয়েছে ২৯ হাজার ২৪৭টি আবেদন। বাতিল হয়েছে ৫ হাজার ১৩৬টি আবেদন।
ইসির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২০ হাজার ৬৭৬ জনের তথ্য সার্ভারে আপলোড করা হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৩১ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাপানো হয়েছে, যা সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
ইসি সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, ইতালির রোম ও মিলান, কুয়েতের কুয়েত সিটি, কাতারের দোহা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, কানাডার অটোয়া ও টরোন্টো, জাপানের টোকিও এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেস—এ ১১টি দেশের ২১টি স্টেশনে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে।
ইসির কর্মকর্তারা জানান, ধীরে ধীরে আরও দেশকে এ কার্যক্রমের আওতায় আনা হবে, যাতে বিদেশে থাকা বাংলাদেশিরাও দেশের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান।
এসআইবি/এমবি

