সন্ধ্যা ৬টার পর স্থলবন্দরে কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে ডিসিসিআইর উদ্বেগ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৮:৩০
ছবি : সংগৃহীত
বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
রোববার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে ডিসিসিআই বলেছে, পূর্ব ঘোষণা বা প্রস্তুতি ছাড়া নেওয়া এ সিদ্ধান্ত দেশের বাণিজ্য প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলবে এবং ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে ফেলবে।
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলের মাধ্যমে প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানির বড় অংশ সম্পন্ন হয়। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এই বন্দরের মাধ্যমে ২০ লাখ ১১ হাজার ২৬৮ মেট্রিক টন পণ্য আমদানি এবং ৪ লাখ ২১ হাজার ৭১৩ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে।
ডিসিসিআই মনে করে, সন্ধ্যার পর কার্যক্রম বন্ধ রাখলে বন্দরের উভয় পাশে অপেক্ষমান শত শত ট্রাক আটকে পড়বে, বিশেষ করে পচনশীল পণ্যের ক্ষতির আশঙ্কা তৈরি হবে। এতে শুধু ব্যবসায়ীরাই নয়, স্থলবন্দর কর্তৃপক্ষও রাজস্ব ক্ষতির সম্মুখীন হবে। পাশাপাশি, আন্তর্জাতিক ব্যবসায়ে লিড টাইম বেড়ে যাবে, যা বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানকে দুর্বল করবে।
সংগঠনটি আরও বলেছে, চোরাচালান বা অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে বন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সমন্বিত কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তবে, তার অজুহাতে আমদানি-রপ্তানি বন্ধ রাখা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।
ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে এবং বাণিজ্যিক ক্ষতি এড়াতে, সিদ্ধান্তটি দ্রুত প্রত্যাহারের জন্য বন্দর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার।
এএইচএস/এএ


