ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১১:০১
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে-পরে সার্বিক প্রস্তুতি ও সমন্বয়ের জন্য ৩১ মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, উপস্থিত থাকবেন চার নির্বাচন কমিশনারও।
ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে ভোটের তারিখ নির্ধারণে পরীক্ষা সূচি ও আবহাওয়ার তথ্য পর্যালোচনা, পোস্টাল ভোটিং, আইনশৃঙ্খলা, নিরাপত্তা, অবকাঠামো সংস্কার, স্বাস্থ্যসেবা এবং এআই ব্যবহার করে সামাজিক মাধ্যমে অপতথ্য রোধে কৌশল নির্ধারণসহ প্রায় দুই ডজন বিষয়ে আলোচনা হবে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, ‘ভোট আয়োজনের প্রস্তুতি ৯০ থেকে ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। রোডম্যাপ অনুযায়ী সব কাজ এগোচ্ছে।’
ইতোমধ্যে ভোটকেন্দ্রের সংখ্যা চূড়ান্ত করেছে ইসি। এবারের নির্বাচনে পৌনে ১৩ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে, যেখানে থাকবে ২ লাখ ৪৫ হাজার ভোটকক্ষ।
সভায় অংশ নেবেন মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র, অর্থ, শিক্ষা, স্থানীয় সরকার, তথ্য ও সম্প্রচার, স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি, নৌপরিবহন, পররাষ্ট্র, আইসিটিসহ ৩১টি মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা।
আলোচনায় থাকছে যেসব বিষয় :
সভায় যেসব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে-
• ভোটকেন্দ্রের অবকাঠামো ও যাতায়াত ব্যবস্থা সংস্কার
• ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল চূড়ান্তকরণ ও প্রশিক্ষণ
• পার্বত্য এলাকায় সরঞ্জাম ও জনবল পরিবহনে হেলিকপ্টার সহায়তা
• পরীক্ষা সময়সূচি ও আবহাওয়া পূর্বাভাস পর্যালোচনা করে ভোটের তারিখ নির্ধারণ
• বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি
• এআই প্রযুক্তি ব্যবহার করে সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য রোধের কৌশল
• সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণ
• আইনশৃঙ্খলা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ পরিকল্পনা
• পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা ও জেলখানায় ভোটগ্রহণ ব্যবস্থা
• নির্বাচনকালীন যানবাহন নিয়ন্ত্রণ ও যোগাযোগ সুবিধা নিশ্চিতকরণ
ইসি জানায়, বৈঠকের মাধ্যমে মন্ত্রণালয়গুলোর দায়িত্ব স্পষ্ট করা হবে এবং নির্বাচনকালীন প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা চূড়ান্ত করা হবে।
রোডম্যাপ অনুযায়ী, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসআইবি/এমবি

