Logo

জাতীয়

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৩:০০

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার সঙ্গে চার নির্বাচন কমিশনারও উপস্থিত আছেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে বৈঠকে উপস্থিত আছেন- সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা এ. টি. এম. মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন।

ইসি ও জামায়াত নেতাদের এ বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ, নিবন্ধন এবং নির্বাচনি পরিবেশসহ নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর