ভোটের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের বৈঠক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৬:২০
ছবি : বাংলাদেশের খবর
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৯ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বলে জানিয়েছে তার প্রেস উইং।
বৈঠকে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন, স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।
আগামী ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, এবং সরকারও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। তবে জুলাই সনদ ইস্যুতে গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপিসহ কয়েকটি দল জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায়, অপরদিকে জামায়াত ও এর সহযোগী দলগুলো নভেম্বরের মধ্যেই আলাদা গণভোট আয়োজনের দাবি জানিয়েছে।
- এসআইবি/এমআই

