নির্বাচনে সেনা ও নৌবাহিনীর ৯২ হাজার ৫০০ সদস্য মোতায়েন থাকবে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ২০:৪১
ছবি : সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সেনা ও নৌবাহিনীর মোট ৯২ হাজার ৫০০ জন সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য ৯০ হাজার এবং নৌবাহিনীর সদস্য থাকবেন ২ হাজার ৫০০ জন।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ তথ্য জানান সেনা কর্মকর্তারা। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, ‘নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা ও নৌবাহিনী সদস্যরা মাঠে থাকবে। দেশের প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর অন্তত এক কোম্পানি সদস্য মোতায়েন থাকবে।’
তিনি আরও জানান, বৈঠকে নির্বাচনের আগের ৭২ ঘণ্টা এবং নির্বাচনের পরবর্তী সময়ে সম্ভাব্য পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ নিশ্চিত করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় নিয়েও মতবিনিময় করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগ, নৌবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
সরকার মনে করছে, সেনা ও নৌবাহিনীর উপস্থিতি নির্বাচনের পরিবেশকে আরও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সহনশীল রাখতে সহায়তা করবে।
- এনএমএম/এমআই

