Logo

জাতীয়

৩১ সংস্থা প্রধানদের সঙ্গে বিকেলে বৈঠকে বসছে ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:০৭

৩১ সংস্থা প্রধানদের সঙ্গে বিকেলে বৈঠকে বসছে ইসি

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সরকারের ৩১টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে আগামী নির্বাচনের প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয়, আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনকালীন দায়িত্ব বণ্টন এবং সরকারি দপ্তরগুলোর ভূমিকা বিষয়ে ২২টি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে।

আগেই ইসি জানিয়েছিল, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী, ভোটের দুই মাস আগে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হতে পারে। তারই অংশ হিসেবে নির্বাচনকালীন প্রস্তুতি জোরদারে এই বৈঠক আয়োজন করা হয়েছে।

বৈঠকে যেসব সংস্থা ও মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন তাদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, নৌপরিবহন, প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র, অর্থ, স্বাস্থ্য, আইন, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার, কৃষি, শিক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি, ডাক ও টেলিযোগাযোগ, সড়ক পরিবহন ও সেতু, এবং আইসিটি বিভাগের সচিবসহ বিভিন্ন অধিদপ্তর ও দপ্তরের প্রধান কর্মকর্তারা।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মহাপরিচালক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং কারা মহাপরিদর্শকের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেবেন।

ইসি কর্মকর্তারা জানান, এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর