Logo

জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি কার্যকর কাল থেকে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৮:১২

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি কার্যকর কাল থেকে

ফাইল ছবি (সংগৃহীত)

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এলো চূড়ান্ত সুখবর। আগামীকাল ১ নভেম্বর থেকে তাদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন দুই হাজার টাকা) কার্যকর হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে চিঠি দিয়ে জানিয়েছে। গত ২৮ অক্টোবর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে এ বাড়িভাড়া ভাতা আরও ৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পাবে। ফলে দুই ধাপে মোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন দুই হাজার টাকা) বাড়িভাড়া ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

চিঠিতে কয়েকটি শর্তও দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— পরবর্তী বেতন স্কেলে এই অতিরিক্ত সুবিধা সমন্বয় করতে হবে, সরকার জারি করা প্রজ্ঞাপন ও পরিপত্র অনুসরণ করতে হবে এবং ভাতা প্রদানের ক্ষেত্রে আর্থিক বিধিবিধান কঠোরভাবে মেনে চলতে হবে। বাড়িভাড়া ভাতা বাড়ানোর কারণে কোনো বকেয়া পরিশোধ করা হবে না। পাশাপাশি, ভবিষ্যতে এই ভাতা সংক্রান্ত ব্যয়ে কোনো অনিয়ম ধরা পড়লে তার দায়ভার বিল পরিশোধকারী কর্তৃপক্ষকেই বহন করতে হবে।

এর আগে রাজধানীতে আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ওপর ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়ার বিষয়ে সম্মত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ও নীতিগত সম্মতি দেয়।

অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির কার্যকর নির্দেশনা জারি হলো। ফলে দীর্ঘদিনের দাবির পর বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে আর কোনো অনিশ্চয়তা রইল না।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষক শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক আন্দোলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর