জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল
সরানো হলো ওয়াসার এমডি ও ডিএসসিসি প্রশাসককে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৪০
মো. শাহজাহান মিয়া। ফাইল ছবি (সংগৃহীত)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি ও পদায়ন সহজ করতে জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করেছে সরকার।
বুধবার (২৯ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর ফলে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং যুগ্ম সচিব পর্যায় থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ক সিদ্ধান্ত এখন থেকে সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয় নিতে পারবে।
সরকারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, মাঠ প্রশাসনের বদলি-পদায়ন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে জনপ্রশাসন বিষয়ক কমিটির মতামত নেওয়ায় জটিলতা তৈরি হচ্ছিল। এতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম বিলম্বিত হচ্ছিল। তাই নির্বাচনের আগে মাঠ প্রশাসনে প্রয়োজনীয় রদবদল কার্যক্রম নির্বিঘ্ন করতে কমিটি বাতিল করা হয়েছে।
গত ৮ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয়েছিল। পরে তিন দফায় কমিটিতে পরিবর্তন আনা হয়। সর্বশেষ কমিটিতে সদস্য হিসেবে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সদস্য সচিব ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এর আগে তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ছিলেন কমিটির সদস্য সচিব। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে উপদেষ্টার পদ ত্যাগ করেন। এরপর গত ২০ মার্চ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমকে সদস্য সচিব করা হয়। পরে ২৫ আগস্ট ওই পদে দায়িত্ব নেন সৈয়দা রিজওয়ানা হাসান।
এদিকে জনপ্রশাসনে সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান মিয়াকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, শাহজাহান মিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের পাশাপাশি ডিএসসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ১৮ মে তাকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেয় সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নির্বাচনপূর্ব সময়ে প্রশাসনের কার্যকারিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদগুলোতে দক্ষ কর্মকর্তা নিয়োগ ও পুনর্বিন্যাসের প্রক্রিয়া চলছে।
এমএইচএস

