Logo

জাতীয়

জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন : ইসি আনোয়ারুল

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৩:৩৪

জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন : ইসি আনোয়ারুল

ফাইল ছবি।

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।

শনিবার (১ নভেম্বর) সকালে কুয়াকাটায় জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতি হিসেবে স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম জানান, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এ নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। নির্বাচনি পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের শক্তি আরও বাড়ানো হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

আনোয়ারুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনে মাঠপর্যায়ে যারা নির্বাচন নিয়ে অসদাচরণ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্টদের শক্তিশালী করারও ব্যবস্থা নেবে কমিশন।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনা, নৌ, বিমান বাহিনী এবং বিভিন্ন এজেন্জেন্সিতে কথা হয়েছে। নির্বাচন নিয়ে কোনো সমস্যা নাই।

আনোয়ারুল ইসলাম জানান, আরপিও সংশোধন করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসনের ভোটগ্রহণ এবং প্রিজাইডিং অফিসার কেন্দ্রের ফলাফল স্থগিত করতে পারবেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর