Logo

জাতীয়

নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৩:৪৬

নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা

প্রতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা এবার আয়োজন হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সরকার ও তাবলিগ জামাত কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনের আগে কোনো ইজতেমা আয়োজন হবে না। নির্বাচনের পর সুবিধাজনক সময়ে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে পারে।

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মুরব্বিদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন সাংবাদিকদের জানান, নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। ফলে রমজানের আগে ইজতেমা আয়োজন সম্ভব নয়, তবে রমজানের পর সুবিধাজনক সময়ে তা আয়োজন করা যেতে পারে।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং তাবলিগ জামাতের উভয় পক্ষের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ড. খালিদ হোসেন জানান, তাবলিগ জামাতের দুই পক্ষই সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন। তারা পরবর্তীতে বসে ইজতেমার নতুন তারিখ নির্ধারণ করবেন। তবে দুই পক্ষের ইজতেমা একসঙ্গে হওয়ার কোনো সুযোগ নেই; আলাদাভাবে আয়োজন করা হবে।

এক প্রশ্নের জবাবে ড. খালিদ হোসেন বলেন, নির্বাচনের তারিখ পেছানোর কোনো সম্ভাবনা নেই। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইজতেমা আপডেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর