পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ বলায় সরকারের প্রতিবাদ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৯:১৫
কোলাজ : বাংলাদেশের খবর
অনলাইন সংবাদ মাধ্যম ‘নেত্র নিউজ’-এর এক সাম্প্রতিক ফটো স্টোরিতে পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত’, ‘সামরিকীকরণ’ বা ‘সামরিক শাসনাধীন’ অঞ্চল হিসেবে বর্ণনা করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার।
সোমবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে এ বর্ণনাকে ‘ভুল, বিভ্রান্তিকর এবং জাতির প্রতি অসম্মানজনক’ বলে অভিহিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌম ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়েছে এবং এটি সম্পূর্ণরূপে বেসামরিক প্রশাসনের অধীনে পরিচালিত হয়। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী সেখানে দায়িত্ব পালন করছে— এটি সামরিক শাসনের অংশ নয়।
বিবৃতিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রামকে ‘পশ্চিম তীর” বা অন্য কোনো অধিকৃত অঞ্চলের সঙ্গে তুলনা করা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতার চরম বিকৃতি। বাংলাদেশ একটি স্বাধীন ও একক রাষ্ট্র; এর কোনো অংশই দখলদারিত্বের অধীনে নেই।
সরকার জানায়, বাংলাদেশ মানবাধিকার রক্ষা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পদ্ধতিগত নির্যাতনের কোনো যাচাইকৃত অভিযোগ পাওয়া যায়নি।
বিবৃতিতে বলা হয়, সরকার মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকতার নৈতিকতা শ্রদ্ধা করে, তবে তথ্য বিকৃতির মাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ সাংবাদিকতার নীতির পরিপন্থী। তাই গণমাধ্যম ও সৃজনশীল প্ল্যাটফর্মগুলোকে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং সংবেদনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
এমএইচএস

