Logo

জাতীয়

জোট প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোটের বিধান রেখে অধ্যাদেশ জারি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৯:২৯

জোট প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোটের বিধান রেখে অধ্যাদেশ জারি

নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার। সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে।

গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগতভাবে অনুমোদন করা হয়। এরপর জোটের প্রার্থীর প্রতীকসংক্রান্ত ২০ অনুচ্ছেদে সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি জানায়।

অবশেষে জোট করলেও জোটমনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে— এমন বিধান রেখেই অধ্যাদেশ জারি হলো। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও কোনো প্রার্থী অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আরপিওসহ একগুচ্ছ নির্বাচনী আইন সংস্কার সম্পন্ন হয়েছে। এর আগে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, নির্বাচন কমিশন সচিবালয় আইন, ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা ও সাংবাদিক নীতিমালাসহ বিভিন্ন আইন ও বিধি সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আরপিও সংশোধনের মাধ্যমে এখন ইসি দ্রুত দল ও প্রার্থীর আচরণবিধি জারি করবে বলে জানা গেছে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর