Logo

জাতীয়

নির্বাচনকে কেন্দ্র করে ৪৮ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন

পুলিশ সদর দপ্তর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১১:৫৩

নির্বাচনকে কেন্দ্র করে ৪৮ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন পর্যায়ে কর্মরত ৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের প্রশিক্ষণ সম্পন্ন করেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

সদর দপ্তরের সূত্রে জানা যায়, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মাঠপর্যায়ের সদস্যদের ভোটকেন্দ্রের দায়িত্ব, আচরণবিধি, সংঘাত ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় ও মানবাধিকার সংরক্ষণ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণে অংশ নিয়েছেন থানার কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ের সদস্যরা। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, প্রশিক্ষিত সদস্যরা ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর