Logo

জাতীয়

মুক্তি পাওয়া আ.লীগ নেতারা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৫:০৩

মুক্তি পাওয়া আ.লীগ নেতারা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : বাংলাদেশের খবর

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়ান, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে রটানো গুজব প্রতিহত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

বুধবার (৫ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গাজীপুর একটি শিল্পনগরী। এখানে প্রতিনিয়ত নানা ধরনের ঘটনা ঘটে, মাদকেরও ব্যাপক তৎপরতা রয়েছে। এসব সমস্যা সমাধানে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনকে বলা হয়েছে নির্বাচন যেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর হয়। নির্বাচনে কোনো ধরনের হুমকি নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের ঢাকা কর্মসূচি প্রতিহত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

নির্বাচন নিয়ে অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের ক্ষেত্রে কতগুলো ফ্যাক্টর রয়েছে। এগুলোর মধ্যে আছে জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় অনেকে অনেক কিছু চিন্তা করলেও কিছু করতে পারবে না। তারপরে আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদেরও অনেক কাজ রয়েছে— আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য। তারপরে রয়েছে নির্বাচন কমিশন— তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে। তারপর আছে আমাদের প্রশাসন— তাদেরও বড় ধরনের একটি কাজ রয়েছে। তারপর আরেকটা আছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

অর্থাৎ নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে জনগণ, প্রার্থী, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী— সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সবাই একসঙ্গে কাজ করলে কোনো বাধা থাকবে না।

গাজীপুরে পুলিশের ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি সত্য, এখানে পুলিশের সংখ্যা কম। ইতিমধ্যে কিছু অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আরও সদস্য যোগ করা হবে।’

জামিনে মুক্তিপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, জামিনে মুক্তি পাওয়ার পর যদি তারা কোনো অপকর্ম করে, তাহলে সাথে সাথে তাদের আইনের আওতায় আনা হবে। কিন্তু জামিন দেওয়া তো আমাদের হাতে নেই। আদালত স্বাধীন, তারা তাদের জামিন দিয়ে দিয়েছে। কিন্তু জামিন দেওয়ার পরে যদি কেউ কোনো অপরাধ করে, তাহলে তাকে আমরা আইনের আওতায় আনব।

নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, গণমাধ্যমের ভূমিকা প্রশংসনীয়। আপনাদের লেখালেখির কারণে গুজব অনেক কমেছে। পার্শ্ববর্তী দেশ থেকে যে মিথ্যা রটনা ছড়ায়, এসব প্রতিহত করার মূল মাধ্যম হচ্ছেন আপনারা। আপনারা যদি সত্যি কথা পত্রিকায় লিখেন, যদি বলেন যে, পার্শ্ববর্তী দেশ থেকে যেটা রটনা করা হয়েছে, সেটি মিথ্যা, তাহলে বেশি কার্যকর হয়। উপদেষ্টা বলেন, আপনারা এটি করে যাচ্ছেন। আমি আশা করব ভবিষ্যতেও করবেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় মিথ্যা রটনা ছড়ানো হয়। এসব বিষয়ে যারা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আছেন, তারা যদি সত্যি ঘটনাটি প্রচার করেন, তবে সমস্যার সমাধান হবে।

পার্শ্ববর্তী দেশে অবস্থানরত নেতাদের বিভিন্ন বক্তব্য সম্পর্কে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে। আমরা চাই দুষ্কৃতিকারীরা কোনো ধরনের কার্যক্রম চালাতে না পারে, এজন্য আমরা যত ধরনের ব্যবস্থা প্রয়োজন, তা নেব। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ড. নাফিসা আরেফিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, গাজীপুর সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান, গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

কাজী মো. আব্দুল মান্নান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর