Logo

জাতীয়

ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় ১০ নভেম্বর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৫:৪৫

ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় ১০ নভেম্বর

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যারা ভোটার এলাকা পরিবর্তন করতে চান, তাদের আবেদন দেওয়ার জন্য ১০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দীন চৌধুরী ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সব মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনে আবেদনের শেষ সময় ১০ নভেম্বর। আর আবেদন নিষ্পত্তির শেষ সময় ১৭ নভেম্বর।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি। তাই ভোটার তালিকা গুছিয়ে নিতে এ সময় বেঁধে দিয়েছে সংস্থাটি।

  • এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর