Logo

জাতীয়

মাইলস্টোন দুর্ঘটনায় পাইলটের উড্ডয়নে ত্রুটি ছিল : তদন্ত কমিশন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৬:২৫

মাইলস্টোন দুর্ঘটনায় পাইলটের উড্ডয়নে ত্রুটি ছিল : তদন্ত কমিশন

ছবি : সংগৃহীত

মাইলস্টোন দুর্ঘটনায় বিমানে নয় পাইলটের উড্ডয়নে ত্রুটি ছিল বলে জানিয়েছে তদন্ত কমিশন। প্রায় ৪ মাসের তদন্ত শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিশন।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিষয়ে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘১৬৮টা তথ্য পেয়েছে তদন্ত কমিটি। জননিরাপত্তা এড়াতে বিমান বাহিনীর প্রশিক্ষণ ঢাকার বাইরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইলস্টোন স্কুলের ভবনটি রাজুকে অনুমোদিত নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।’

এ সময় সিভিল এভিয়েশনের এলাকার মধ্যে হাসপাতাল, স্কুল ও জনসমাগম হয়ে এমন স্থাপনা না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও এয়ারপোর্টের আশে পাশে আগুন লাগলে ফোম দিয়ে আগুন নেভাতে ফায়ার স্টেশনগুলোতে ফায়ার ফাইটিং ফোম রাখা নির্দেশনা দেয়া হয়েছে। ঢাকার বাইরে বরিশাল ও বগুড়ার রানওয়ে সম্প্রসারণ করার জন্য নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

মাইলস্টোনের যে বিল্ডিং সেটি রাজুক অনুমোদিত নয় বলে প্রতিবেদনে জানানো হয়। রাজুকের বিল্ডিং কোড যেন মনে চলা হয় এ বিষয়ে কঠোর হতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলেও জানান প্রেস সচিব।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর