গ্রাফিক্স : বাংলাদেশের খবর
আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে সরকার। বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২৬ সালে সরকারি অফিসগুলোতে নির্বাহী আদেশ ও সাধারণ মিলিয়ে মোট ২৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় কার্যত মূল ছুটি থাকবে ১৯ দিন।
এ ছাড়া একই বৈঠকে ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
বৈঠকটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
- এএইচএস/এমআই

