Logo

জাতীয়

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৬৮১ জনকে সুপারিশ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৯:১৪

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৬৮১ জনকে সুপারিশ

৪৪তম বিসিএসের সম্পূরক ও সমন্বিত চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পিএসসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর পূর্বঘোষিত ফল পর্যালোচনা করে একই ক্যাডার বা পছন্দক্রমে নিম্ন ক্যাডারে মনোনয়ন না নেওয়ার বিষয়ে যেসব প্রার্থী লিখিতভাবে ঘোষণা দিয়েছেন, তাদের আবেদনের ভিত্তিতে এ সম্পূরক ফল প্রকাশ করা হয়েছে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সংশোধিত বিধিমালা অনুযায়ী দেখা গেছে— ৪৪তম বিসিএসে ক্যাডারে মনোনীত হওয়া ৩০৩ জন প্রার্থী ইতোমধ্যে পূর্ববর্তী বিসিএসের মাধ্যমে কোনো ক্যাডারে কর্মরত আছেন। তারা বর্তমানে প্রাপ্ত পদ বা তার চেয়ে নিম্নতর পছন্দক্রমের পদে যোগদান করবেন না বলে লিখিতভাবে জানিয়েছেন।

এর ফলে ২৬০ জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ৪৩ জন প্রার্থীকে তাদের পছন্দ অনুযায়ী উচ্চতর ক্যাডারে স্থানান্তর করা হয়েছে। শূন্য হওয়া পদ পূরণের জন্য মেধাক্রম অনুযায়ী ২৫৭ জন নতুন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে মনোনয়ন দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় ১১৩ জন প্রার্থীর ক্যাডার পদের সুপারিশ পরিবর্তন হয়েছে।

নতুন ফলাফলে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায় ক্যাডারে ৮ জন, রেলওয়ে ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাক ক্যাডারে ২৩ জন, বাণিজ্য ক্যাডারে ৬ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ জন এবং খাদ্য ক্যাডারে ৩ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পিএসসি বিসিএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর