তফসিলের আগে ফের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে ইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১০:১৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি মাসের শেষ দিকে ফের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফসিল ঘোষণার আগে এটিই হবে কমিশনের সর্বশেষ প্রস্তুতিমূলক বৈঠক। যেখানে মূল গুরুত্ব দেওয়া হবে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বাজেট অনুমোদন ও ব্যয় পরিকল্পনার ওপর।
ইসি সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনের জন্য ২১টি নির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে সময় নিরাপত্তা জোরদার, ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা, সাইবার হুমকি মোকাবিলা, অস্ত্র উদ্ধার ও গোয়েন্দা তথ্য বিনিময়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল।
চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য নতুন বৈঠকে আগের সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি ভোটের সময় মাঠপর্যায়ে নিরাপত্তা বাহিনীর মোতায়েন পরিকল্পনা, সম্ভাব্য ব্যয়, বাহিনীগুলোর অতিরিক্ত অর্থ বরাদ্দ, প্রযুক্তিগত সহায়তা ও কন্টিনজেন্সি পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হবে।
কমিশন সূত্র জানায়, গত বৈঠকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ড, এনএসআই, ডিজিএফআই, এনটিএমসি, সিআইডি, এসবি, আনসার ও ভিডিপিসহ সব বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। সেই বৈঠকে ২১ দফা সিদ্ধান্তের মধ্যে উল্লেখযোগ্য ছিল—
- থ্রেট অ্যাসেসমেন্ট অনুযায়ী রেড, ইয়েলো ও গ্রিন জোন ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা;
- অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার;
- বর্ডার ও সি-রুট সিল করা;
- গোয়েন্দা তথ্য নিয়মিত কমিশনে সরবরাহ করা;
- সাইবার বুলিং, ভয়েস ক্লোনিং ও ভুয়া তথ্য প্রচার রোধে আগাম প্রস্তুতি নেওয়া;
- নারী, সংখ্যালঘু ও প্রবাসী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা;
- কালো টাকার ব্যবহার প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা;
- দীর্ঘদিন একই স্থানে থাকা বাহিনীর সদস্যদের বদলি নিশ্চিত করা;
- ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তালিকা দ্রুত কমিশনে পাঠানো।
আগামী বৈঠকে এসব নির্দেশনার বাস্তবায়ন অগ্রগতি ছাড়াও বাজেট ও লজিস্টিক পরিকল্পনা চূড়ান্ত করা হবে। কমিশন সূত্র মতে, তফসিল ঘোষণার আগে এ বৈঠককে ‘নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত রূপরেখা নির্ধারণ সভা’ হিসেবে দেখা হচ্ছে।
ইসির একজন কর্মকর্তা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা চাই, মাঠপর্যায়ে কোনো বিশৃঙ্খলা না ঘটুক। এজন্য আগাম প্রস্তুতি ও বাজেট নির্ধারণ জরুরি।’
এর আগে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী প্রধানের প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, নৌবাহিনী, বিমানবাহিনী, র্যাব, পুলিশ, এনএসআই, ডিজিএফআই, বিজিবি, আনসার, কোস্ট গার্ডসহ সব সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআইবি/এমবি

