বিদ্যালয়ে সংগীত শিক্ষা অত্যন্ত প্রয়োজন : উপদেষ্টা ফরিদা আখতার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৬:৫৭
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রতিটি বিদ্যালয়ে সংগীত শিক্ষা থাকা অত্যন্ত প্রয়োজন।
রোববার (৯ নভেম্বর) গেন্ডারিয়া আদর্শ একাডেমীতে অনুষ্ঠিত ‘জুলাই শহীদ শাহরিয়ার খান আনাসের ফলক উন্মোচন ও দোয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘অনেকেই বলছেন বিদ্যালয়ে সংগীত শিক্ষক রাখা যাবে না বা গান করা যাবে না। কিন্তু আজকের অনুষ্ঠানে দেশাত্মবোধক গান এবং মা’কে নিয়ে শিক্ষার্থীদের আবেগময় পরিবেশনা প্রমাণ করেছে, বিদ্যালয়ে সংগীত শিক্ষার গুরুত্ব অপরিসীম।’ তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান, আনাসের লেখা চিঠি মুখস্থ করে আবৃত্তি আকারে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপন করতে পারেন।
ফরিদা আখতার আরও বলেন, বিদ্যালয়ে সংগীত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেম, সামাজিক মূল্যবোধ ও পরিবেশ সচেতনতা গ্রহণ করতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ একাডেমী গেন্ডারিয়ার সভাপতি ড. মুহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর, রাহনুমা ট্রাস্টের সদস্য আরিফ সুলতান মাহমুদ এবং শহীদ আনাসের পিতা সাহরিয়া খান পলাশ।

