Logo

জাতীয়

ঢাকা থেকে নির্বাচন করব : আসিফ মাহমুদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৭:৩৯

ঢাকা থেকে নির্বাচন করব : আসিফ মাহমুদ

ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা করেছেন, তিনি কুমিল্লা-৩ আসনের পরিবর্তে ঢাকা-১০ আসনের ভোটার হয়ে নির্বাচনে অংশ নেবেন। 

রোববার (৯ নভেম্বর) ধানমন্ডি থানা নির্বাচন অফিসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত, তাই নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা। আমি চাই ভোট যেন অপচয় না হয়। আগে ভোটার হলেও কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকায় ভোট দেব।’

তিনি আরও জানান, ভোটার এলাকা পরিবর্তন ও নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনাাধীন। তবে তার পরিকল্পনা এককভাবে সিদ্ধান্ত নেওয়ার, কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো সমন্বয় হয়নি।

উপদেষ্টা আরও জানান, তিনি সরকার থেকে পদত্যাগ করে ধানমন্ডি এলাকায় থাকবেন। তিনি বলেন, ‘নির্বাচন করার জন্য কোথায় ভোটার হলেন, সেটা গুরুত্বপূর্ণ নয়, দেশের নাগরিক ও ভোটার হলেই যথেষ্ট। এই জায়গা থেকেই ঢাকায় ভোটার হয়ে নির্বাচন করব যাতে ভোট অপচয় না হয়।’

পদত্যাগের সময়সূচি নিয়ে তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই বলছি আমি নির্বাচন করব। তবে কবে পদত্যাগ করব তা সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনার পরে নির্ধারিত হবে। আলোচনা শেষে দ্রুতই তথ্য জানানো হবে।’

এছাড়া তিনি বলেন, ‘জুলাই সনদ বিষয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না। সরকার বিচার, সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তর নিয়ে কাজ করছে। এ মাসের মধ্যেই বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি আশা করা যায়।’

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আসিফ মাহমুদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর