Logo

জাতীয়

আ.লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ নিয়ে কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ২১:১৬

আ.লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ নিয়ে কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় রাজধানীতে বিশৃঙ্খলার কোনো আশঙ্কা নেই।

রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘আওয়ামী লীগের ডাকা কোনো কর্মসূচি এখন বৈধ নয়, তাই জনজট ও বিশৃঙ্খলার আশঙ্কা নেই।’ তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় মোতায়েনকৃত সেনাবাহিনীর ৫০ শতাংশ প্রত্যাহার করার কোনো পরিকল্পনা নেই। সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে এবং সাধারণ নিরাপত্তা বজায় রাখবে।

তিনি বলেন, ‘মাঠ থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হবে না। আইন-শৃঙ্খলা রক্ষায় সকল প্রস্তুতি জোরদার রয়েছে।’

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর