Logo

জাতীয়

মেট্রোরেলে সবার ছুটি বাতিল, বাড়তি সতর্কতা জারি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৮:১৯

মেট্রোরেলে সবার ছুটি বাতিল, বাড়তি সতর্কতা জারি

মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে।

রোববার (৯ নভেম্বর) সংস্থাটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুলের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ জারি করা হয়েছে।

সাম্প্রতিক দুর্ঘটনা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মেট্রোরেলের সব স্থাপনায় বাড়তি সতর্কতা জারি করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠানটি।

অফিস আদেশে বলা হয়েছে, মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো।

একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের এ নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, এ বিষয়ে দুটি আলাদা চিঠি ইস্যু করা হয়েছে। একটিতে বিশেষ নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। অন্যটিতে ডিএমটিসিএলের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মেট্রোরেল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর