Logo

জাতীয়

মাঠ পর্যায়ের অফিস থেকে করা যাবে না এনআইডি বয়স সংশোধন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:৩৮

মাঠ পর্যায়ের অফিস থেকে করা যাবে না এনআইডি বয়স সংশোধন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে বয়স পরিবর্তনের আবেদন এখন থেকে মাঠ পর্যায়ের অফিসে করা যাবে না। এটি শুধুমাত্র প্রধান কার্যালয়ে করা হবে। এনআইডি সংশোধনের নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর জানান, বয়স সংশোধন যেমন স্পর্শকাতর, তেমনি কিছু ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে তথ্য পরিবর্তনের প্রবণতা দেখা গেছে। তাই এ প্রক্রিয়াটি আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ করার জন্য মাঠ পর্যায় থেকে মূল কার্যালয়ে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অন্যান্য সাধারণ তথ্য সংশোধন এখনও মাঠ পর্যায়ের অফিসে করা যাবে। এছাড়া আবেদন বছরের পর বছর ফেলে রাখার মতো সমস্যা এড়াতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিষ্পত্তির ব্যবস্থা করা হচ্ছে।

রোববার (৯ নভেম্বর) অনুষ্ঠিত এনআইডি ও ভোটার তালিকা সংক্রান্ত কমিটির সভায় এ বিষয়টি আলোচনার মাধ্যমে প্রস্তাবনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কমিশনের অনুমোদনের পরে এটি কার্যকর হবে।

এসআইবি/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর