Logo

জাতীয়

প্রবাসীদের পোস্টাল ব্যালট বড় চ্যালেঞ্জ : ইসি সানাউল্লাহ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৭:০২

প্রবাসীদের পোস্টাল ব্যালট বড় চ্যালেঞ্জ : ইসি সানাউল্লাহ

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ ইসির জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্রথমবারের মতো কোনো পরীক্ষা বা প্র্যাকটিস ছাড়াই প্রবাসীদের ভোট নেওয়া হচ্ছে।

সোমবার (১০ নভেম্বর) প্রবাসী ভোটারদের সঙ্গে অনলাইন সভায় তিনি এসব কথা বলেন। 

সানাউল্লাহ জানান, ১৮ নভেম্বর থেকে প্রবাসীরা ভোট দেওয়ার জন্য নতুন অ্যাপ ব্যবহার করতে পারবেন। নির্বাচনের তিন সপ্তাহ আগে প্রার্থীর তালিকা চূড়ান্ত হবে। ভোট দেওয়ার পর সেটি নিকটস্থ পোস্টবক্সে ড্রপ করতে হবে।

তিনি আরও জানান, নির্বাচনের অন্তত ১৭ দিন আগে ভোট পোস্ট করতে হবে। যদি সময়মতো না পৌঁছায়, ভোট গ্রহণযোগ্য হবে না। এছাড়া ভোট দেওয়ার জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই ভোটার তালিকায় থাকা আবশ্যক।

নির্বাচন কমিশনের এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকারের নিশ্চয়তা দেওয়া হলেও, প্রথমবারের এই প্রক্রিয়ায় সময়মতো ভোট পৌঁছানো এবং সঠিকভাবে গ্রহণযোগ্য করা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

সভায় উপস্থিত ছিলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অধিদফতরের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

এসআইবি/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর