Logo

জাতীয়

গাজীপুর-বাগেরহাট সংসদীয় আসনের রায় দেখে সিদ্ধান্ত নেবে ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ২১:৫৯

গাজীপুর-বাগেরহাট সংসদীয় আসনের রায় দেখে সিদ্ধান্ত নেবে ইসি

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের পর তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১০ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আদালতের রায়ের কপি পাওয়ার পর বিষয়টি কমিশন পর্যালোচনা করবে। এরপর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

সম্প্রতি জাতীয় সংসদের ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই গেজেটে বাগেরহাটের আসন সংখ্যা চার থেকে কমিয়ে তিন করা হয়, আর গাজীপুরের পাঁচটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়।

৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী- বাগেরহাট-১: সদর, চিতলমারী ও মোল্লাহাট, বাগেরহাট-২: ফকিরহাট, রামপাল ও মোংলা, বাগেরহাট-৩: কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা। এর ফলে আগের বাগেরহাট-৪ আসনটি বাদ পড়ে।

ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাগেরহাটের চারটি আসন বহাল রাখতে হাইকোর্টে দুটি রিট আবেদন করা হয়। রিট করে বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জেলা ট্রাক মালিক সমিতি। এতে বিবাদী করা হয় বাংলাদেশ সরকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও অ্যাটর্নি জেনারেলকে।

গত ১৬ সেপ্টেম্বর প্রাথমিক শুনানিতে আদালত রুল জারি করে জানতে চায় কেন বাগেরহাটের চারটি আসন বহাল রাখার নির্দেশ দেওয়া হবে না এবং একটি আসন কমিয়ে তিনটি করার গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না।

সোমবার (১০ নভেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে বাগেরহাটের আগের চারটি সংসদীয় আসন বহাল রাখার নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে ইসি জানিয়েছে, রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর তা পর্যালোচনা করে গাজীপুর ও বাগেরহাটের আসন সীমানা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

  • এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর