Logo

জাতীয়

নির্বাচন অফিসে হামলায় উদ্বেগ ইসি অফিসার্স অ্যাসোসিয়েশনের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৯:৫৫

নির্বাচন অফিসে হামলায় উদ্বেগ ইসি অফিসার্স অ্যাসোসিয়েশনের

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের ওপর হামলা ও উপজেলা নির্বাচন অফিসে ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।

সোমবার (১০ নভেম্বর) রাতে সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সোমবার দুপুরে গোপালপুর উপজেলা নির্বাচন অফিসে সরকারি দায়িত্ব পালনকালে প্রায় ৩০-৪০ জন দুর্বৃত্ত ওই কর্মকর্তার ওপর হামলা চালায় এবং অফিসে ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনায় নির্বাচন কমিশনের দেশব্যাপী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।

অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়, ‘আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আহ্বান জানাচ্ছি।’

একই সঙ্গে সারাদেশে নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের সব কার্যালয়ে— উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও আনসার মোতায়েনের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর