বাগেরহাটের আসন নিয়ে আদালতের রায় বাস্তবায়নের দাবি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৫:১৯
ছবি : বাংলাদেশের খবর
বাগেরহাটের আসন পুনর্বহাল নিয়ে আদালতের রায়ের পর নিজেদের দাবি তুলে ধরতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলার বিএনপি ও জামায়াতের প্রতিনিধিরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তারা আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে প্রথমে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে, পরে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
দলীয় প্রতিনিধি দলে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াদিজ্জুমান দিপু, আয়েশা সিদ্দিকা মনি, জেলা উপদেষ্টা কাজী মনিরুজ্জামান মনির ও জামায়াতের মনজুরুল ইসলাম রাহাতসহ ডজনখানেক নেতা।
সাক্ষাৎ শেষে শেখ ওয়াদিজ্জুমান দিপু সাংবাদিকদের বলেন, ‘রায়ের কপি এখনও আসেনি। তবে আমরা বাগেরহাটবাসীর দাবি সিইসিকে জানিয়েছি। আদালত ইসির গেজেটকে অবৈধ ঘোষণা করেছে। আমরা চাই, কমিশন আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবে এবং জনগণের ওপর নতুন কোনো চাপ সৃষ্টি করবে না।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৪ সেপ্টেম্বর ইসি বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার গেজেট জারি করেছিল। সোমবার হাইকোর্ট সেই গেজেটকে অবৈধ ঘোষণা করে পূর্বের চারটি আসন বহাল রাখার নির্দেশ দেয়।
এসআইবি/এমআই

