রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর : ইসি সচিব
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৬:১৮
ছবি : বাংলাদেশের খবর
আগামী ১৩ নভেম্বর (বুধবার) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপে অংশ নিতে পর্যায়ক্রমে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে ডাকা হবে, জানিয়েছেন ইসি সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।
মঙ্গলবার (১১ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি এসব কথা বলেন।
সচিব বলেন, ‘আমরা আচরণবিধি প্রকাশ করেছি, এখন সংলাপের পালা। ইনশাল্লাহ, আগামী ১৩ তারিখ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করব।’
ইসি সচিব বলেন, ‘কোন দলগুলো প্রথম ধাপে অংশ নেবে, সেটি এখনো নির্ধারিত হয়নি। কমিশন বৈঠকে আলোচনা করে তালিকা চূড়ান্ত করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা ই-মেইল বা এসএমএসের মাধ্যমে দ্রুত আমন্ত্রণ পাঠাবো। আমাদের লক্ষ্য, কোনো দল যেন বাদ না পড়ে। সবার সঙ্গে আলোচনা করতে চাই।’
তিনি বলেন, ‘সংলাপে আমরা সংশোধিত আচরণবিধি, আরপিও এবং নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা করব। দলগুলোর মতামত ও পরামর্শ কমিশন বিবেচনায় নেবে।’
আদালতের রায় অনুযায়ী বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের বিষয়ে আখতার আহমেদ বলেন, ‘রায়ের সার্টিফাইড কপি আমরা এখনো পাইনি। পেলে কমিশন সিদ্ধান্ত নেবে-আপিল করবে নাকি রায় মেনে নেবে।’
- এসআইবি/এমআই

