Logo

জাতীয়

সংসদীয় সীমানা নিয়ে ৩০টি মামলা চলমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৬:৪০

সংসদীয় সীমানা নিয়ে ৩০টি মামলা চলমান

ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বর্তমানে সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত প্রায় ৩০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে এ তথ্য জানান।

এসব মামলার মধ্যে বাগেরহাটের একটি মামলা গতকাল রায় পেয়েছে। মামলায় আদালত উল্লেখ করেছেন-আগে বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল, পরে নির্বাচন কমিশন সেটি তিনটি আসনে সীমাবদ্ধ করেছিলেন। আদালত সেই কম করা সিদ্ধান্ত বাতিল করে চারটি আসন পুনর্বহাল করেছেন।

এ বিষয়ে ইসি সচিব বলেন, ‘আদালতের রায়ের সার্টিফাইড কপি না পাওয়া পর্যন্ত কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না। কপি পাওয়ার পরই কমিশন পর্যালোচনা করে নির্ধারণ করবে যে রায় মেনে চলা হবে নাকি আপিল করা হবে।’

তিনি আরও বলেন, ‘সীমানা মামলাগুলোর কারণে নির্বাচনী প্রস্তুতি এবং সময়সূচিতে প্রভাব পড়তে পারে ‘

  • এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর