Logo

জাতীয়

নির্বাচনী প্রচারণায় দেয়াল লিখন করা যাবে না

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:৩২

নির্বাচনী প্রচারণায় দেয়াল লিখন করা যাবে না

ছবি : বাংলাদেশের খবর

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধান অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় দেয়াল লিখন বা অঙ্কন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। 

ইসির জারি করা আচরণবিধিতে বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, দলীয় প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ দেয়ালে লিখে বা অঙ্কন করে প্রচারণা চালাতে পারবেন না।

একইসঙ্গে ইসি নির্বাচনী প্রচারণায় বাস, ট্রাক, মোটরসাইকেলসহ যান্ত্রিক বাহন ব্যবহার করে মিছিল বা শোডাউন করা, মশাল মিছিল, ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহারেও নিষেধাজ্ঞা দিয়েছে।

মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রেও শৃঙ্খলা আরোপ করেছে কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না এবং একজন প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ পাঁচজন ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর