Logo

জাতীয়

৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

Icon

বাংলাদেশ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৩:৩৮

৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি : বাংলাদেশের খবর

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৬৬৮ প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ফল প্রকাশ করা হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, এই বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদ পূরণের জন্য প্রার্থী বাছাই করা হয়েছে। এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। লিখিত এমসিকিউ টাইপ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২১৯ জন।

শিক্ষা ক্যাডারের জন্য বিশেষভাবে আয়োজন করা এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২১ জুলাই, এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১০ অক্টোবর। প্রার্থীদের সাময়িক মনোনয়ন প্রদানের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া দ্রুত অগ্রসর হবে, যা প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে প্রায় ৬৫ হাজার প্রধান শিক্ষকের জন্য বড় সুখবর হিসেবে বিবেচিত হচ্ছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিসিএস সরকারি চাকরি পিএসসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর