১৩ নভেম্বর সব শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত
বাংলাদেশ প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৩:৫৩
ফাইল ছবি (সংগৃহীত)
রাজধানী ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল যথারীতি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) খোলা থাকবে। এ সিদ্ধান্ত বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির যৌথ সভায় নেওয়া হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর হবে।
এদিকে, ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সারাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস ও যানবাহনে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে। ফলে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। গত কয়েক দিনে রাজধানীতে ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় হেলমেট ও মাস্ক পরে অপ্রাপ্তবয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে। সাধারণ জনগণকে সচেতন থাকতে হবে এবং সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশকে জানাতে হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘১৩ নভেম্বর সরকারি লকডাউন নিয়ে সরকার সতর্ক আছে। কোনো ধরনের সন্ত্রাস সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত।’
এদিকে, ১৩ নভেম্বরের জন্য শপিংমল ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্তের পর রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি বলেছে, কেউ নাশকতা করতে গেলে তা কঠোরভাবে দমন করা হবে।
এমএইচএস

