প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ২০:৩১
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তিনি ভাষণ দেবেন।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।
তবে আগামীকালের ভাষণে ঠিক কোন বিষয় উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা তা বিস্তারিত বলা হয়নি।
ধারণা করা হচ্ছে, ড. ইউনূস তার ভাষণে দেশের সাম্প্রতিক ইস্যু, পরিস্থিতি এবং জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন।
এর আগে গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেদিন রাত ৮টা ২০ মিনিটে তিনি ভাষণ দেন।
ওই ভাষণে তিনি জুলাই গণঅভ্যুত্থান দিবস, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত ট্র্যাজেডি, আগামী জাতীয় নির্বাচন, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ, দেশের সার্বিক অর্থনীতি ও সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা জাতির সামনে তুলে ধরেন।
- ডিআর/এমআই

