শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের দিন ঘোষণাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২৬
ছবি : সংগৃহীত
চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্ধারণ হতে যাচ্ছে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের তারিখ ঘোষণা করতে পারে বলে জানা গেছে।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ২৩ অক্টোবর প্রসিকিউশনের যুক্তি-খণ্ডন ও সমাপনী বক্তব্য শেষে ট্রাইব্যুনাল মামলাটির রায়ের দিন ঘোষণার জন্য ১৩ নভেম্বর তারিখ নির্ধারণের ইঙ্গিত দেয়। মামলাটিতে মোট ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে।
রায়ের দিন ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের জন্য সেনা সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে হাইকোর্ট, বার ভবন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও আশপাশের এলাকায় বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, ঢাকার বাইরে থেকে এনে ভাড়ায় লোক নিয়োগ দিয়ে এসব নাশকতা ঘটানো হচ্ছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘রাজধানীতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নাশকতাকারীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা লে.জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রায় ঘোষণাকে ঘিরে কোনো ধরনের সন্ত্রাস বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।’
রাজনৈতিক দলগুলোও আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ও সহিংসতা প্রতিহতের ঘোষণা দিয়েছে। বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলাম, খেলাফত মজলিসসহ আট দল জানিয়েছে, তারা মাঠে থেকে নাশকতা প্রতিহত করবে।
এদিকে, প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার মামলার রায় ঘিরে আওয়ামী লীগের উসকানিমূলক কর্মকাণ্ড বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা। তবে আমরা বিশ্বাস করি, ট্রাইব্যুনাল আইনের যথাযথ প্রয়োগ ঘটাবে।’
রায় ঘোষণার দিন নির্ধারণ ও সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রাজধানীজুড়ে পুলিশ, র্যাব ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। জাতীয় ঈদগাহ মাঠ, সুপ্রিম কোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।
এমএইচএস

