Logo

জাতীয়

১১ মাসে দেশে ১ লাখ ৩৬ হাজার নতুন রোহিঙ্গা এসেছে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:০৭

১১ মাসে দেশে ১ লাখ ৩৬ হাজার নতুন রোহিঙ্গা এসেছে

ছবি : সংগৃহীত

গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে নতুন করে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৫১। অর্থাৎ এক মাসে ২ হাজার ৯৮৯ জন রোহিঙ্গা নিবন্ধিত হয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৮ হাজার ৩৯৮ জনে।

বুধবার (১২ নভেম্বর) জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর প্রকাশিত মাসিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।  

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও নির্যাতনের কারণে নতুন রোহিঙ্গারা নিরাপত্তা খুঁজতে বাংলাদেশে প্রবেশ করছেন। সম্প্রতি এই প্রবণতা ক্রমবর্ধমান এবং ক্যাম্পগুলোতে নতুন আগতদের বায়োমেট্রিক শনাক্তকরণ চলছে। রোহিঙ্গাদের মধ্যে ৭৮ শতাংশ নারী ও শিশু, ১২ শতাংশ প্রতিবন্ধী। মোট সংখ্যার ৫২ শতাংশ নারী, ৪৮ শতাংশ পুরুষ।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনী শুরু করা গণহত্যা থেকে প্রাণ বাঁচাতে প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। এর আগে ৯০-এর দশক থেকে মিয়ানমার সরকারের নির্যাতন এড়াতে তিন লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে চলে এসেছে।

বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশীয় জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ যত তীব্র হচ্ছে, রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের হার তত বেড়ে যাচ্ছে। ইউএনএইচসিআরের হিসাব অনুযায়ী, গত বছর থেকে মাসে গড়ে প্রায় ছয় হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে।

কক্সবাজারের উখিয়া-টেকনাফের সরকারি বনভূমিতে আট হাজার একরের ওপর রোহিঙ্গা ক্যাম্প স্থাপিত রয়েছে। অনুপ্রবেশের কারণে স্থান সংকুলান, পরিবেশের ক্ষতি ও আইন-শৃঙ্খলার সমস্যা বেড়ে গেছে। স্থানীয়রা বলছেন, যদি রোহিঙ্গা সহায়তা হ্রাস বা বন্ধ হয়, তবে কক্সবাজারের পর্যটন ও সামাজিক পরিস্থিতি বহুমুখী সমস্যার মুখোমুখি হবে।

রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) জানিয়েছে, নোয়াখালীর ভাসানচরসহ কক্সবাজারের ৩৪টি ক্যাম্পে ২ লাখ ৩৬ হাজার ৭৯১টি পরিবারে মোট ১১ লাখ ৪৩ হাজার ৯৬ জন রোহিঙ্গা বসবাস করছে। ক্যাম্পগুলোয় বছরে কমপক্ষে ৩০ হাজার শিশু জন্ম নিচ্ছে, যা দৈনিক গড়ে ৮২ জন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রোহিঙ্গা শরণার্থী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর