ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ১০টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সংলাপ শুরু হয়েছে।
সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম দফায় সংলাপে অংশ নিচ্ছে— লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
অন্যদিকে, দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত দ্বিতীয় দফায় সংলাপে অংশ নেবে— বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।
ইসি সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ, আচরণবিধি, ভোট গ্রহণ ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতেই এ সংলাপের আয়োজন করা হয়েছে।
এসআইবি/এমএইচএস

