Logo

জাতীয়

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:৫৭

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

ছবি : সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দুইজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ আজ ঘোষণা করা হবে। এই ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের প্রতিটি প্রবেশপথে সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন। আইনজীবী, সাংবাদিক ও আগতদের কঠোর তল্লাশি শেষে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার দায়িত্ব পালন করবেন। এদিন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চালু করেছে।

সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকা ঘিরে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, ডিএমপি ও এপিবিএনের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যানও মোতায়েন রয়েছে। সেনাবাহিনী নিয়মিত আদালতপাড়ার আশপাশে টহল দিচ্ছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আজ প্রায় ১৭ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিশেষ ইউনিটগুলো সমন্বিতভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

নিরাপত্তা নিশ্চিতে গতকাল থেকে ঢাকার প্রবেশপথগুলোতে তল্লাশি জোরদার করা হয়েছে। গণপরিবহন, ব্যক্তিগত যানবাহন ও সন্দেহভাজনদের চেকপোস্টে তল্লাশি অব্যাহত রয়েছে। রাজধানীর বিভিন্ন হোটেল ও মেসেও অভিযান চালানো হয়েছে।

সকালে রাজধানীর সার্বিক পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও অন্যদিনের তুলনায় ব্যক্তিগত গাড়ি কিছুটা কম দেখা গেছে। প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর