Logo

জাতীয়

আচরণবিধি ভাঙলে কোনো ছাড় নয় : সিইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:৩৩

আচরণবিধি ভাঙলে কোনো ছাড় নয় : সিইসি

ছবি : বাংলাদেশের খবর

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে, আর নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে। তবে দলগুলো যদি সহযোগিতা না করে, তাহলে কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া বিশ্বাসযোগ্যতা হারাবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে সিইসি এসব কথা বলেন। তিনি বলেন, ইসি পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর পোস্টারে ভরে গেছে। পোস্টারগুলো যদি দলগুলো স্ব-উদ্যোগে সরিয়ে দেয়, তবে এটিই হবে সবচেয়ে ভদ্র আচরণ।

তিনি আরও জানান, বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন আয়োজন করতে গিয়ে কমিশনের ওপর নানা ধরনের চাপ রয়েছে। এজন্য তিনি নির্বাচনে অংশগ্রহণকারী দলের কাছ থেকে আগের তুলনায় কয়েকগুণ বেশি সহযোগিতা চেয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এটি একটি মসিবত বা বড় বিপদ হিসেবে দেখা দিতে পারে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন এবং প্রস্তুতি বিষয়ক আলোচনা করছে। সংলাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বিএনপি ও জামায়াত ইসলামি শেষ পর্যায়ে সংলাপে অংশ নেবে। এর আগে শিক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিইসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর