শুধু দেশে নয়, বিশ্বেও সেরা হতে হবে : প্রধান উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:৪২
তরুণদের শুধু দেশে নয়, বিশ্বেও সেরা হতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে শিশু-কিশোর প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে নাটকের প্রতিযোগিতা, গল্প লেখার প্রতিযোগিতা, ফ্যাশন ডিজাইন, প্রযুক্তি, খাবার তৈরি- এমন নানা প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। আমাদের চেষ্টা করতে হবে যার যা প্রতিভা সে যেন তা বের করে আনার সুযোগ পায়।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের তরুণ-তরুণীরা বহু দীর্ঘপথ যাওয়ার জন্য প্রস্তুত। তারা দেশের জন্য সেরা তো হবেই, আন্তর্জাতিকভাবেও সেরা হবে। এটির ব্যবস্থাও করতে হবে। দেশে সেরা হলো, এখানেই থেমে থাকলে হবে না। বিশ্বেও সেরা হতে হবে।
এর আগে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ছাড়াও সিনিয়র সচিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এমএইচএস/এএইচকে

